Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্গাপুরে একই ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ১২:০২ এএম

রাজশাহীর দুর্গাপুরের ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে বন্ধ ঘর থেকে গতকাল বুধবার দুপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্গাপুর থানার পুলিশ এবং সিআইডির ক্রাইমসিন টিম আলামত সংগ্রহ করেছে। মৃতরা হলো, উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সুলতান আলী (৪৫) ও তার স্ত্রী ইসনেহার বেগম (৩৮)। সুলতান পেশায় ফেরিওয়ালা। আর তার স্ত্রী ছিলেন গৃহিণী। ১৭ বছরের ছেলে এবং ১০ বছরের মেয়ের জনক-জননী ছিলেন তারা।
কাঁঠালবাড়িয়া গ্রামের ইউপি সদস্য মোসাব্বির মণ্ডল জানান, মাঝে মধ্যেই পরিবার নিয়ে গ্রামের বাইরে চলে যেতেন সুলতান। কিন্তু বছর খানেক আগে তিনি গ্রামে এসে স্থায়ী হন। গত বুধবার দুপুরের দিকে ছেলে-মেয়েরা বাড়ির বাইরে ছিল। ওই সময় সুলতান আলী ও তার স্ত্রী ইসনেহার বেগম বাড়িতে ছিলেন। বেলা ৩টার দিকে স্বজনরা শোবার ঘরে সুলতানের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় তার স্ত্রী ইসনেহারের লাশ দেখতে পান। গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনিই প্রথমে ঘটনাটি ইউপি চেয়ারম্যান আকতার আলীকে জানান। চেয়ারম্যান বিষয়টি থানার ওসিকে জানান। ওসি ঘটনাস্থলে আসেন। অভাবের তাড়নায় এই দম্পতি আত্মহত্যা করেছেন বলে ধারনা করছে নিকটজনরা। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, ধারণা করা হচ্ছে, একজন বিষপানে এবং অন্যজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ