প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : সিলেটে শিক্ষার্থী খাদিজা আক্তারের উপর বর্বর হামলার প্রতিবাদ নিয়ে এবার গান প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন গীতিকার তারেক আনন্দ। ‘সং অফ খাদিজা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েস ওয়ান সংগীতশিল্পী সজল। সুর করেছেন সজীব দাশ ও সজল। সংগীতা পরিচালনা করেছেন সজীব দাশ। গানটি সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। সজল বলেন, খাদিজার ওপর হামলার ঘটনা আমাকে মর্মাহত করেছে। একজন মানুষ কীভাবে আরেকজন মানুষকে নির্মমভাবে আঘাত করতে পারে। ঘটনার পরদিনই আমি গানটির কথা হাতে পাই। সেই রাতেই সুর করি। আমরা এটাকে শুধু গান বলব না, এটা আমাদের প্রতিবাদ। সজীব দাশ বলেন, অনেক গানের সুর সংগীত করেছি। এই গানটি করতে গিয়ে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। বারবার চোখের সামনে সেই নির্মম আঘাতের ঘটনাই ভেসে উঠছিল। এটা সারাদেশের মানুষের সঙ্গে আমাদের গানের মাধ্যমে প্রতিবাদ। তারেক আনন্দ বলেন, বিবেকের তাড়নায় গানটি লিখেছি, দায়বদ্ধতার কারণে গানটি লেখা। শুধু খাদিজাই নয়, এরকম অনেক ঘটনাই সমাজে প্রতিনিয়ত ঘটছে। খাদিজাকে সামনে রেখে সকল ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এই গান লেখা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।