প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দ্যনি ভিলনভ পরিচালিত সায়েন্স ফিকশন ফিল্ম ‘অ্যারাইভাল’। ‘সিকারিও’ (২০১৫), ‘এনিমি’ (২০১৩), ‘প্রিজনার্স’ (২০১৩), ‘ইনসেন্ডিজ’ (২০১০), ‘পলিটেকনিক’ (২০০৯) এবং ‘মেলস্টর্ম’ (২০০০) ছাড়াও ভিলনভ স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য এবং টিভি সিরিজের পর্ব পরিচালনা করেছেন। টেড চিয়াংয়ের ছোটগল্প অবলম্বনে ‘অ্যারাইভাল’চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
মহাকাশ থেকে ১২টি যান সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় অবতরণ করে। প্রথমেই তাদের হুমকি হিসেবে ধরে নেয়া হয় না। মহাকাশ যানের যাত্রীদের সঙ্গে যোগাযোগের প্রাথমিক চেষ্টাও ব্যর্থ হয় তবে কিছু ধ্বনি রেকর্ড করা হয় যা তাদের ভাষা বলেও ধারণা করা হয়। ভাষাবিদ লুইস ব্যাঙ্কস (এমি অ্যাডামস), তাত্তি¡ক পদার্থবিদ আয়ান ডনেলি (জেরেমি রেনার) আর কর্নেল ওয়েবারকে (ফরেস্ট হুইটেকার) নিয়ে একটি দল গঠন করা হয়। উদ্দেশ্য এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করা। তারা মহাকাশযানে প্রবেশের সিদ্ধান্ত নেয়। সেখানে ঢোকার পর এলিয়েনদের সঙ্গে সাক্ষাৎও হয় তাদের, তবে তারা বুঝতে পারে তাদের ভাষা এতটাই জটিল যে তা বোঝা অসম্ভবের কাছাকাছি। অবশেষে তাদের লিখিত ভাষার পাঠোদ্ধার করার চেষ্টা করা হয়। লুইস এক বার্তা থেকে হাতিয়ার দেয়ার আহŸান কথাটি বুঝতে পারে, সে জানায় এই শব্দটি অস্ত্রও হতে পারে বা যন্ত্রপাতিও হতে পারে। এদিকে সময় যত যাচ্ছে পরিস্থিতি তত হাতের বাইরে চলে যাচ্ছে। চীন সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের দেশে যে আকাশযানটি নেমেছে সেটিকে ধ্বংস করে দেবে। অন্যরা চীনকে অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে। এমন ঘটতে তার পরিণতি কী হবে কেউ জানে না। এখন লুইসই পারে অহেতুক এই বিপর্যয় এড়াবার জন্য ভ‚মিকা রাখতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।