Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০০ এএম

 জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে সুবর্ণচর ও চাটখিল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চাটখিল উপজেলার রামদেবপুরের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. জয়নাল ও সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন গ্রামের এনামুল হকের ছেলে তাজুল হক।
নোয়াখালীর জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত সোমবার রাত সাড়ে ১০টার দাতে চাটখিল থানাধীন ৩ নং পরকোট ইউনিয়নের রামদেবপুর এলাকা থেকে মো. জয়নাল এবং রাত সাড়ে ১১টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চরলক্ষী এলাকা থেকে তাজুল হককে গ্রেফতার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ