Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জামায়াতের অর্ধশত নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০০ এএম


 নগরীর টেরিবাজারের একটি ভাতের হোটেল থেকে ৪৯ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টায় আল বায়ান হোটেলে এ অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশ কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, ওই হোটেলে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। তাদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি জাহিদুল কবির। তিনি জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ১১৬জন আলেমের বিরুদ্ধে দুদকে দেয়া অভিযোগকে ইস্যু করে কোতোয়ালী থানা এলাকায় বিক্ষোভ সমাবেশসহ নাশকতামূলক কর্মকাÐ চালানোর পরিকল্পনা ছিল তাদের। গ্রেফতারকৃতদের পাঁচজন কোতোয়ালী থানা জামায়াতের নেতা। বাকিরা কর্মী ও সমর্থক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ