Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরখাস্ত ও স্বেচ্ছায় চাকরি ছাড়া ওয়াসা কর্মীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০০ এএম

বরখাস্ত ও স্বেচ্ছায় চাকরি ছেড়ে যাওয়া ওযাসার কর্মীরা ৬ দফা দাবিতে মানববন্ধন পালন করেছেন। গতকাল মঙ্গলবার ওয়াসা ভবনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারিদের মধ্যে বরখাস্ত হওয়া ও স্বেচ্ছায় চাকরি ছাড়া কর্মীরাও রয়েছেন।
মানববন্ধনে অংশ নেওয়া ড্রেনেজ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, ওয়াসায় আমাদের জব সিকিউরিটি নাই। এখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সাসমেন্ট করা হয়। এই অন্যায় মেনে নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত না ওয়াসা ম্যানেজমেন্ট আমাদের দাবি মেনে না নেয়, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সমিতির আগের কমিটি থেকে দায়িত্ব গ্রহণের সময় সমবায় অধিদফতর ১৩২ কোটি টাকার হিসেব মিলাতে পারেনি। তখনকার সভাপতি মারা গেছেন। যার কারণে প্রকৃতি হিসেবে সমবায় অধিদফতর বের করতে পারেনি। কিছু কর্মকর্তা কর্মচারী ব্যক্তিসার্থ আদায়ের জন্য আন্দোলন করছে।
মাবববন্ধনে ওয়াসা কর্মচারীদের ৬ দফা দাবি গুলো হচ্ছে, জব সিকিউরিটি, পেনশন সুবিধাসহ বিদ্যমান সকল সুযোগ-সুবিধা বহাল রাখতে হবে। কোন অবস্থাতেই অর্গানোগ্রাম পরিবর্তনের নামে একজন কর্মীকেও চাকুরীচ্যুত করা যাবে না। ঢাকা শহরের আয়তন ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা ওয়াসার সাংগঠনিক কাঠামো স¤প্রসারণ এবং যুগোপযোগী করার মাধ্যমে কর্মীদের কর্মচাঞ্চল্য বাড়াতে হবে। প্রতিষ্ঠানের প্রতি স্বত্ত¡াধিকার ও দায়বদ্ধতা না থাকায় আউটসোর্সিং ও চুক্তি ভিত্তিক নিয়োগ বন্ধ করতে হবে। শূন্যপদে নিয়মিত কর্মী নিয়োগ দিয়ে ওয়াসার কর্মশক্তি ও সক্ষমতা বাড়াতে হবে। এক যুগেরও অধিক সময় ধরে কর্মরত মাস্টাররোল কর্মীদের নিয়মিত করতে হবে। জ্যেষ্ঠতা এবং পদোন্নতির ক্ষেত্রে ঢাকা ওয়াসার বিধি-বিধান যথাযথ অনুসরণ করতে হবে। বিশেষ বিশেষ দুর্নীতিপ্রবণ ব্যক্তিদের ক্ষেত্রে আইন প্রয়োগের শিথিলতা প্রত্যাহার করে আইনের প্রয়োগ সবার জন্য সমানভাবে করতে হবে। আইনের আশ্রয় লাভের মৌলিক অধিকার সবার জন্য নিশ্চিত করতে হবে। কর্মচারীদের বদলী ও পদায়ন তাদের স্বার্থের অনুক‚লে করতে হবে। কর্মরত অবস্থায় কোন কর্মকর্তা/কর্মচারী মারা গেলে সরকারী বিধানমতে ক্ষতিপূরণ
দিতে হবে। ঢাকা ওয়াসা কর্তৃক জোরজবরদস্তিভাবে দখলকৃত ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির ২০০ কোটি টাকার সম্পদ ও অর্থ সমিতির নির্বাচি কমিটিকে বুঝিয়ে দিতে হবে। আইনসঙ্গত এবং যৌক্তিক কোন কারণ ছাড়াই সাময়িক বরখাস্ত এবং ওএসডি হিসেবে থাকা কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করে তাদের পদায়ন করতে হবে। আন্দোলনকারীদের দাবির বিষয়ে ঢাকা ওয়াসার উন্নয়ন বিভাগের পরিচালক আবুল কাশেম সাংবাদিকদের বলেন, সমবায় সমিতির জন্য কাউকে বরখাস্ত করা হয়েছে, বিষয়টা সে রকম না। যারা ওয়াসা আইনের ব্যত্যয় ঘটিয়ে বিভিন্ন কর্মকাÐ ঘটিয়েছে। ওয়াসার আইন অনুযায়ীই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সমিতির অর্থ লোপাটের বিষয়টি ওয়াসায় প্রক্রিয়াধীন রয়েছে। বাকী দাবিগুলো ওয়াসা তার আইন অনুযায়ী মেনে চলছে বলে জানান এ কর্মকর্তা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ