Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি জাতীয়করণ ও বেতন ভাতা বৃদ্ধির দাবি

কুড়িগ্রামে পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০২ এএম

চাকরি জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নকর্মীরা। গত সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নকর্মী সংগঠনের সভাপতি বাশারত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পরিচ্ছন্নকর্মী আসমা খাতুন, সিনিয়র সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।
বক্তারা বলেন, একজন দিনমজুর দিনে ৩শ’ টাকা মজুরি পেলেও পরিচ্ছন্নকর্মীরা দিনে গড়ে পান মাত্র একশ টাকা। মাসে ৩ হাজার টাকা বেতনে এই পরিবারগুলো মানবেতরভাবে জীবন যাপন করছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটি থাকায় বাইরে কাজ করার বিকল্প কোন সুযোগ থাকে না তাদের। ফলে ডালভাগ যোগার করা তাদের জন্য কঠিন হয়ে দাড়িয়েছে। এজন্য বেতন বৃদ্ধি এবং পদটি জাতীয়করণের দাবি জানিয়েছেন পরিচ্ছন্নকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ