Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রে কআপ হয়ে গেল রোহন-সৃজলার?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০৩ এএম

গ্ওলামার য়ার্ল্ডে সম্পর্কের ভাঙা-গড়া নতুন কোনও ঘটনা নয়। টলিগঞ্জে যেন বিচ্ছেদের মরসুম চলছে! ফের ব্রেকআপের গন্ধ টেলিপাঙার অন্দরে। কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন। তবে শুধু বিচ্ছেদ নয় এখানে নতুন প্রেমের ফাগুনও আছে! হ্যাঁ, শন-সৃজলার মনে নাকি এখন ‘ফাগুন’। নায়িকার জীবনে রোহন ভট্টাচার্য এখন ‘অতীত’। ‘মন ফাগুন’-এ রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে করতে নাকি পর্দার পিহু বাস্তবে ‘ঋষিরাজ’ শনের প্রেমে পড়েছে। তাই বছর পাঁচেকের পুরোনো সম্পর্কে এখন ফাটল। স¤প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সৃজলা-শনের উষ্ণ রসায়ন সবার নজর কেঙেছে।আজকাল পর্দাতেও যেন শন-সৃজলার রসায়ন একটু বেশিই টানটান। তাহলে প্রশ্ন ব্রেকআপ কি হয়ে গেল রোহন-সৃজলার? এই প্রশ্নের জবাব দিলেন খোদ রোহন। তাঁর কথায়, ‘হ্যাঁ, এই ব্রেকআপের ব্যাপারটা আমিও শুনেছি। আসলে ইন্ডাস্ট্রিতে যা রটে তা কানে তো আসবেই। তবে না, আমাদের বিচ্ছেদ হয়নি। আমরা একসঙ্গেই আছি’। শনের সঙ্গে সৃজলার প্রেমের চর্চায় রোহন কতটা বিচলিত? ‘অপরাজিতা অপু’র নায়ক বললেন, ‘আমি এক্কেবারেই ইনসিকিউর নই। নিজেকে নিয়ে ব্যস্ত আছি’। তাঁদের 'কপল-টকে' গসিপের জায়গা নেই। তবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে টিপ টিপ বরসা পানিতে শন-সৃজলার নাচ দেখেছেন রোহন? অকপটে অভিনেতা বললেন, ‘দেখেছি। অন্যদের মতো আমিও হাসতে হাসতে বলেছি সৃজলাকে, ব্যাপারটা কী? ওর মতে, যে কোনও অভিনেতার সঙ্গে মন দিয়ে কাজ করলেই এই বাঙঠতি রসায়ন তৈরি হতে বাধ্য।’ আর সেই রসায়ন এক্কেবারে ভাবাচ্ছে না রোহনকে। কিন্তু ওই যে কথায় আছে, ‘যা রটে তার কিছু তো বটে!’ সোহিনী-রণজয়ের বিচ্ছেদের রেশ এখনও টাটকা, এর মাঝেই রোহন-সৃজলার ব্রেকআপের চর্চায় মাথাচাঙা দিল টেলিপাঙায়। রোহন ভক্তদের আশা, 'এই গুঞ্জন নেহাতই রটনা'। তবে সত্যি কি তাই? সময়ই এর উত্তর দেবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ