প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ (মঙ্গলাবার) পর্দা উঠছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের। এবার ৭৫তম আসর।ফ্রান্সের সমুদ্র সৈকতে আজ শুরু হওয়া এই উৎসব চলবে ২৮ মে পর্যন্ত।
এবারের উৎসবে স্বর্ণ পামের জন্য প্রতিযোগিতা শাখায় লড়বে ১৮টি সিনেমা। সেগুলো হলো- ‘হলি স্পাইডার’ (আলি আব্বাসি, ইরান), ‘লেইলা’স ব্রাদারস’ (সায়ীদ রুস্তাই, ইরান), ‘দ্য আলমন্ড ট্রি’ (ভালেরিয়া ব্রুনি তেদেস্কি, ফ্রান্স), ‘স্টারস অ্যাট নুন’ (ক্লেয়ার দেনি, ফ্রান্স), ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’ (আহনু দেঁপ্লেশা, ফ্রান্স), ‘টরি অ্যান্ড লকিটা’ (জ্যঁ-পিয়েরে ও লুক দারদেন, বেলজিয়াম), ‘ক্লোজ’ (লুকাস ডোন্ট, বেলজিয়াম), ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ (রুবেন অস্টল্যুন্দ, সুইডেন), ‘বয় ফ্রম হ্যাভেন’ (তারিক সালেহ, সুইডেন), ‘আরমাগেডন টাইম’ (জেমস গ্রে, যুক্তরাষ্ট্র), ‘শোইং আপ’ (কেলি রাইকার্ড, যুক্তরাষ্ট্র), ‘দ্য ক্রাইমস অব দ্য ফিউচার’ (ডেভিড ক্রনেনবার্গ, কানাডা), ‘ব্রোকার’ (কোরি-ইদা হিরোকাজু, জাপান), ‘ডিসিশন টু লিভ’ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া), ‘নস্টালজিয়া’ (মারিও মারতোনে, ইতালি), ‘আরএমএন’ (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া), ‘হি-হান’ (ইয়াজি স্কলিমোসস্কি, পোল্যান্ড) এবং ‘চাইকোভস্কি’স ওয়াইফস’ (কিরিল সেরেব্রেনিকভ, রাশিয়া)।
এর বাইরে আঁ সাঁর্তে রিগা শাখায় প্রদর্শিত হবে ‘অল দ্য পিপল আই উইল নেভার বি’ (ডাবি হোও, কম্বোডিয়া), ‘দ্য ওর্স্ট, (লিজ আকোরা এবং রোমান গিউরে, ফ্রান্স), ‘রোডিও’ (লোলা কিভোরন, ফ্রান্স), ‘বিস্ট’ (রাইলি কিয়াও ও জিনা গামেল, যুক্তরাষ্ট্র), ‘বার্নিং ডেজ’ (ইমিন আলপাশ, তুরস্ক), ‘করসেজ’ (মারি ক্রুয়েৎজার, অস্ট্রিয়া), ‘ডমিঙ্গো অ্যান্ড দ্য মিস্ট’ (আরিয়েল এসকালান্তে মেচা, কোস্টারিকা), ‘জয়ল্যান্ড’ (সায়েম সাদেক, পাকিস্তান), ‘মেট্রোনম’ (আলেকসান্দ্র বেল্ক, রোমানিয়া), ‘প্ল্যান সেভেনটি ফাইভ’ (হায়াকাওয়া চিয়ে, জাপান), ‘সিক অব মাইসেলফ’ (ক্রিস্তোফের বর্গলি, নরওয়ে), ‘দ্য সাইলেন্ট টুইনস’ (আগনিয়েস্কা স্মোকসিনস্কা পোল্যান্ড), ‘দ্য স্ট্রেঞ্জার’ (থমাস এম. রাইট, অস্ট্রেলিয়া), ‘ভোলাতা ল্যান্ড’ (সিনুশ হালমাসন, আইসল্যান্ড), ‘বাটারফ্লাই ভিশন’ (মাকজিম নাকোঞ্চনিয়ে, ইউক্রেন)।
এছাড়া প্রতিযোগিতা শাখার বাইরে প্রদর্শিত হবে ‘এলভিস’ (বাজ লারম্যান, যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া), ‘ফাইনাল কাট’ (মিশেল আজনভিসুস, ফ্রান্স), ‘মাসকারাড’ (নিকোলা বুদোস, ফ্রান্স), ‘নভেম্বর’ (সেদ্রিক হিমেনেজ, ফ্রান্স), ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ (জর্জ মিলার, অস্ট্রেলিয়া), ‘টপ গান : ম্যাভেরিক’ (জোসেফ কসিনস্কি, যুক্তরাষ্ট্র)। মিডনাইট স্ক্রিনিংসে প্রদর্শিত হবে ‘স্মোকিং মেকস ইউ কফ’ (কন্টা দ্যুপিউ, ফ্রান্স), ‘হান্ট’ (লিং চুং-চে, দক্ষিণ কোরিয়া), ‘মুনেজ ডেড্রিম’ (ব্রেট মরগেন, যুক্তরাষ্ট্র)।
বিশেষ প্রদর্শনী হবে ‘অল দ্যাট ব্রেদস’ (শৌনাক সেন, ভারত), ‘দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ডেসট্রাকশন’ (সের্জেই লোজনিৎজা, ইউক্রেন), ‘জেরি লি লুইস: ট্রাবল ইন মাইন্ড’ (এথান কোয়েন, যুক্তরাষ্ট্র) সিনেমাগুলোর। কান উৎসবে প্রিমিয়ার হবে ‘দোদো’ (পানোস এইচ. কুত্রাস, গ্রিস), ‘ইরমা ভেপ’ (অলিভিয়ের অ্যাসাইয়াস, ফ্রান্স), ‘আওয়ার ব্রাদার্স’ (রাশিদ বুশারেব, ফ্রান্স) ও ‘নাইটফল’ (মার্কো বেলোচ্চিও, ইতালি)।
এর আগে ২০২০ সালে বসেনি ‘কান চলচ্চিত্র উৎসব’। সে বার সারা বিশ্বজুড়ে ছিল মহামারি করোনাভাইরাসের দাপট। অতিসংক্রমণের কারণে তাই সে বছর কান উৎসবের আয়োজন করতে পারেনি কর্তৃপক্ষ। এরপর গত বছর করোনার সংক্রমণ একটু কম থাকায় সীমিত আকারে করা হয়েছিল উৎসবটির আয়োজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।