Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ১:৪৪ পিএম

অসুস্থ হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার (১৭ মে) ভোরে রাজধানীর শ্যামলীস্থ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গত দুই দিন যাবত পেটের অসুখে ভুগছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজকে তার অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় ভোরে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার দ্রুত আরোগ্য কামনা কমনায় দেশবাসীর কাছে তার পরিবার দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন শায়রুল।

তিনি আরও জানান, হাসপাতাল থেকে আজ বিকালে বাসায় ফিরবেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। গত ১৫ মে হঠাৎ বিএনপির এই নেতাকে এভারকেয়ার হাসপাতালের আইসিউইতে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে চিকিৎসকের অনুমতি নিয়ে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা আব্বাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ