Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে

বাগেরহাটে শেখ তন্ময় এমপি

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ১২:০২ এএম

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র দেশের উন্নয়ন চায় না। তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে। গত রোববার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট পৌর আ.লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। আমি সকল নেতা-কর্মীদের পাশে থেকে দেশের উন্নয়নে অংশিদার হতে চাই। পৌর আ.লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন, যুগ্মসাধারণ সম্পাদক ও মেয়র খান হাবিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, সদস্য সরদার ওমর ফারুক, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ