রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলায় মো. জুয়েল মিয়া মৈশান (২৬) নামে এক যুবকের মৃত্য হয়েছে। জুয়েল মিয়া মৈশান ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের মো. বাবুল মিয়া মৈশানের ছেলে।
জানা যায়, গত ১৫ মে দুপুরে জুয়েল মিয়া মৈশান তার নিজ বাড়ির গোয়াল ঘরের বৈদ্যুতিক বাল্বের হোল্ডার সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞান হয়ে মাটিকে লুটিয়ে পরে। বাড়ির লোকজন ও এলাকাবাসী আহত জুয়েল মিয়া মৈশানকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ব্রাহ্মণপাড়া থানাকে অভিহিত করার পর এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের লাশ ময়নাতদন্তেরর জন্য কুমিল্লার মর্গে প্রেরণ করে। এ ব্যপারে নিহতের মা মুরশেদা বেগম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।