রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জ সদর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় পৌরসভার শোলাকিয়া এলাকার পথকলি শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
কিশোরগঞ্জ সদর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাকের সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম ও শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম মোল্লা, আলী মোহাম্মদ, রুহুল হোসাইন, এড. জালাল মো. গাউস ও এড. শরীফুল ইসলাম, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক এড. আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া ও নাজমুল আলম, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. বাহার মিয়া, জেলা ছাত্রদল সভাপতি মো. মারুফ মিয়া প্রমুখ। সম্মেলনের আলোচনা পর্ব সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক মাহবুব আলম। বক্তারা বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি।
এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন। সম্মেলন শেষে আমিনুল ইসলাম আশফাককে সভাপতি ও মাহবুব আলমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।