Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানাবিধ অনিয়ম সরাসরি প্রত্যক্ষ করলেন সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ৮:২৭ পিএম

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিরাজমান নানাবিধ সমস্যা ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যক্ষ করার জন্য আকষ্মিক পরিদর্শন করেছেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। আজ ১৫ মে'২২ সকাল ১১ টায় স্থানীয় ভুক্তভুগী জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে কমপ্লেক্স কর্তৃপক্ষকে না জানিয়ে হঠাৎ তিনি সেখানে উপস্থিত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে জনসাধারণের অভিযোগের সত্যতার প্রমান পেয়ে তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহাসিন কবীর, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান কে তলব করেন। কিছুক্ষনের মধ্যে সেখানে উপস্থিত হন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর সভার মেয়র ইছাহক আলি মালিথা। জাতীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খানের কার্যালয় কক্ষে জরুরী বৈঠক করে কতিপয় নির্দেশনা প্রদান করেন। সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস স্বাস্থ্য কমপ্লেক্সের সকল প্রকার অনিয়ম ও জঞ্জাল অনতিবিলম্বে দূর করার নির্দেশনা দেন। তিনি কমপ্লেক্সের ভেতরে বহিরাগত বেসরকারী এ্যাম্বুলেন্স,ফুচকা,চটপটি,বাদামের দোকান অপসারণের নির্দেশ দেন। স্বাস্থ্য সেবা বিঘ্নিত হয় এমন বিভিন্ন ঔষুধ কোম্পানির রিপ্রেজেন্টটেটিভদের অবাধ উপস্থিতি চলাচল বন্ধ, মাদকাসক্তদের প্রবেশ নিষেধ সহ কমপ্লেক্সে নিজস্ব আল্টাসোনোগ্রাম, ডিজিটাল এক্সে ও ইসিজি মেশিন চালু রাখা, সিজারিয়ান ডেলিভারিসহ সকল ডেলিভারি ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন। সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস সকল ব্যবস্থা থাকা সত্ত্বেও ডেলিভারি রুগীদের দালালদের কারণে ক্লিনিকে ভর্তি করার প্রবণতা দেখে উদ্বেগ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তাদের উল্লেখিত বিষয়ের ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সুনজর রাখার নির্দেশ দেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃশফিকুল ইসলাম শামীম, উল্লেখিত বিষয়গুলোর সত্যতা স্বীকার করে বিরাজমান সকল অনিয়ম ও সমস্যা সমাধান করার অঙ্গীকার করেন এবং তিনি সকল মহলের সহযোগীতা কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ