Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ কোটি ৩০ লাখ টাকা ফেরত দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১:০০ পিএম | আপডেট : ১:২৬ পিএম, ১৫ মে, ২০২২

পর্যটন শহর কক্সবাজারকে একটি আধুনিক নগরী হিসেবে গরে তুলতে সরকারের মহাপরিকল্পনাকে ঘিরে ২০১৬ সালে যাত্রা শুরু হয়েছিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের।
প্রতিষ্ঠানটির সে সময় ছিল না স্থায়ী কোন কার্যালয়। ছিল না স্থায়ী জনবল। নানা সংকট-সীমাবদ্ধতা পেরিয়ে গত ৬ বছরে ভিত্তি মজবুত হয়েছে কউক এর। এবার জেলার ইতিহাসে নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।
১০ তলাবিশিষ্ট স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য সরকারের বরাদ্দ দেয়া ১১৪ কোটি ৩৭ লাখ টাকার মধ্যে ৪ কোটি ৩০ লাখ টাকা বাঁচিয়ে সরকারকে ফেরত দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশিষ্টজনেরা বলছেন, কক্সবাজারের ইতিহাসে এটি অন্যান্য ও নজিরবিহীন ঘটনা। রীতিমতো চমকে ওঠার মতো। যা আগে কেউ করে দেখাতে পারেনি।
এদিকে আগামী ১৮মে নবনির্মিত ১০ তলাবিশিষ্ট এ ভবনটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের তত্বাবধানে এই উদ্বোধন কার্যক্রমের প্রস্তুতিও চলছে জোরেশোরে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ১৮ মে কউক ভবনের উদ্বোধন হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ