রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাগলনাইয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ১ শ্রমিক নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নির্মম হত্যাকা-ের শিকার শ্রমিক শাহাদাত হোসেনের পিতা ছলিম উল্যাহ বাদি হয়ে খুনি বেলালকে আসামি করে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে বেলালকে ধরিয়ে দিতে ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জনগণের সহযোগিতাও কামনা করেছেন। মামলার বিবরণ ও এলাকাবাসী জানায়, গত বুধবার সকালে কলেজ রোডের একটি মেটাল দোকান থেকে সার্টার নিয়ে বের হওয়ার সময় এক রিকশা চালকের রিকশা তার সার্টারের সাথে লাগায় তাকে বেধড়ক পেটাতে থাকে বেলাল। এসময় নিহত শাহাদাতের ভাই আবু বক্কর বাঁধা দিতে এলে তার সাথে বেলালের বাকবিতন্ডা হয়। এঘটনায় বেলাল ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে ওয়ার্কসপ মিস্ত্রি পূর্ব ছাগলনাইয়া গ্রামের ছলিম উল্যাহর পুত্র শাহাদাত হোসেনকে (২৫) ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কলা কেটে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় তাকে বাঁচাতে আসলে সন্ত্রাসী বেলাল শাহাদাতের ভাই আবু বক্কর (৩৫), পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মৃত আবুল কাসেমের পুত্র ওসমান (২০) ও আবু আহাম্মদের পুত্র রিয়াদ (২২) উপর্যপুরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতদের মধ্যে শাহাদাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।