Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ এগিয়ে নিতে ডিজিটাল দক্ষ মানুষ তৈরি করতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১১:০০ পিএম

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তথ্য প্রযুক্তির এ যুগে দেশকে সমৃদ্ধির পথে আরো এগিয়ে নিতে ‘ডিজিটাল দক্ষ’ মানুষ তৈরি করতে হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি আজ শনিবার ময়মনসিংহে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ব্যবস্থাপনায় ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

ময়মনসিংহের রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এর ভিত্তিতেই ময়মনসিংহ হবে সাংস্কৃতিক রাজধানী’। তিনি ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিকশিত করার জন্য সেখানকার সংস্কৃতি সেবীদের আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ারও আহবান জানান।

মোস্তাফা জব্বার বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি’র নেতৃত্বাধীন সরকার ছিলো প্রযুক্তি বিমুখ সরকার। যে কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল হাত ছাড়া হয়। পরে টাকার বিনিময়ে সেই প্রযুক্তি নিতে হয়েছে।

মন্ত্রী এ সময় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ১৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন। সে দিনকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিন হিসেবে ধরে নিতে হবে। সে জন্যই বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম মনে করছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত প্রদানের দিনটিকে প্রতিষ্ঠা দিন হিসেবে পালন করা প্রয়োজন।

শাহাদত হোসেন খান হিলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ঢাকাস্থ ময়মনসিংহ বিভাগ সমিতির সভাপতি ম. হামিদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্ট’র মহাসচিব রাশেদুল হাসান শেলী, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ