Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাইবান্ধা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সম্মেলন : এবাদুর সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন গাইবান্ধা জেলা শাখার উদ্দ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন গত মঙ্গলবার স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মওলানা এবাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ন ম হাদিউজ্জামান। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীফ মোহাম্মদ আবু ইউসুফ, মাওলানা  এ জে এম দেলোয়ার হোসেন, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা শফিউল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুল সালাম, মাওলানা আবু ওয়াহাব ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে মাওলানা এবাদুর রহমানকে সভাপতি, শরীফ মোহাম্মদ আবু ইউসুফকে সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুর রাজ্জাক শাহীনকে নির্বাচিত করে ৪১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন গাইবান্ধা জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ