পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
রোমো রউফ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭৩তম সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। তিনি লন্ডনের ডারহাম বিশ^বিদ্যালয় হতে প্রকৌশলে স্নাতক ডিগ্রীধারী। রোমো রউফ চৌধুরী এদেশের একজন সফল তরুণ উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি ৩০ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন। তিনি র্যাংগস্ গ্রুপ ও সী ফিশার্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক।
বর্তমানে তিনি র্যানকন এগ্রো মেশিনারিজ লিমিটেড, র্যানকন ইলেকট্রনিকস্ লিমিটেড, র্যানকন ইনফাস্ট্রাকচার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, র্যানকন কার হাব লিমিটেড এবং র্যানকন হসপিটালিটি লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন র্যানকন হোল্ডিংস লিমিটেড, র্যানকন মোটরবাইকস্ লিমিটেড এবং র্যাংগস পেট্রোলিয়াম লিমিটেডে।
এছাড়াও তিনি র্যানকন মোটরস্ লিমিটেড, র্যাংগস্ লিমিটেড, র্যাংগস্ প্রপার্টিজ লিমিটেড, র্যানকন অটোমোবাইলস লিমিটেড, র্যাংকস টেলিকম লিমিটেডসহ ১০টিরও অধিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।