Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বাউফলে ৬ হাজার লিটার তেল মজুত রাখায় জরিমানা ৫০ হাজার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১০:৩১ পিএম

পটুয়াখালীর বাউফল পৌরসভার বাজার সড়ক এলাকায় ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত রাখায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মূল্য তালিকা না টাঙানো ও লাইসেন্স না থাকার অপরাধে আরও দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৪ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে পরিত্যক্ত জায়গায় ড্রামে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত রাখার অপরাধে লোকনাথ ভান্ডারের ৫০ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা না টাঙানো ও লাইসেন্স না থাকার অপরাধে গৌতম সাহার ৫ হাজার টাকা এবং একই কারণে মা কালী ভান্ডারের ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আল-আমিন বলেন, ২০০৯ সালের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় এসব জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে খাদ্য সামগ্রী মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ