Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্যতেলের দোকান এবং গুদামে অভিযান চালিয়ে প্রায় এক হাজার ২০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জেলা ভোক্তা সংরক্ষন অধিদফতর। গতকাল শনিবার দুপুরে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোরে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোরে এবং তার গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সয়াবিন তেল মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ও জব্দকরা সয়াবিন তেলগুলো বোতলেরর গায়ের দামে বিক্রি করা হয়। অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ