Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১২:০১ এএম

কুমিল্লার দেবিদ্বারে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ গতকাল শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেটের মুক্তিযুদ্ধা চত্তরে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে বক্তারা বলেন, শুধু দেবিদ্বারেই নয়, সারাদেশ এমনকি বিশ^ব্যাপী সাংবাদিক নির্যাতন, গুম, হত্যা, মামলা হামলার ঘটনা নিত্যদিনের ঘটনা। দেবিদ্বারে ৩ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন কালে নির্যাতনের শিকার হয়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাকির মেম্বারসহ সকল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার আল্টিমেটাম দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামে দৈনিক আমাদের নতুন সময়ের শাহিদুল ইসলাম, মাইটিভির সোহেল রানা ও ইসহাক হাসানের উপর হামলা চালানো হয়। তারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে প্রায় দুই ঘন্টা আটকে রাখে। ওই সময় মাইটিভির ক্যামেরা, ৪টি মোবাইল, নগদ টাকা, চশমা ছিনিয়ে নেয় এবং সাংবাদিকদের দু’টি মোটর সাইকেল ভাঙচুর করে।
এ ঘটনায় আহত সাংবাদিক শাহিদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার বিকালে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেফতারপূর্বক শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ