Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শিগগিরই অবৈধ সরকারের পতনে দুর্বার আন্দোলন শুরু হবে - মিজানুর রহমান মিনু

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ৮:১৫ পিএম | আপডেট : ৯:৫৬ পিএম, ১৪ মে, ২০২২

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, সরকার নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বর্তমান সরকার সম্পূর্ন ব্যর্থ। সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। তিনি বলেন, গণতন্ত্রের মানষ কন্যা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই অবৈধ সরকারের পতনে দুর্বার আন্দোলন শুরু হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ আন্দোলন শেষ হবে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন সফল করার আহ্বান জানান তিনি।


আওয়ামীলীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির নেতা কে, কোন নেতা প্রধানমন্ত্রী হবে সেসব নিয়ে না ভেবে নিজেদের কথা চিন্তা করুন। সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা না ছাড়লে আপনাদের ভাগ্যে শ্রীলঙ্কা-আফগানিস্তানের নেতাদের মতো করুন পরিস্থিতি হবে। তাদের মতো পালানোর পথ পাবেন না। শনিবার বিকেলে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দ্রব্যমূল্যের অসহনীয় মূল্য বৃদ্ধি, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।


জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহিন শওকত বলেন, আপনারা শ্রীলঙ্কা দেখেছেন, আফগানিস্তান, 'পাকিস্তান দেখেছেন। সিদ্ধান্ত নিন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচন করে ভদ্রভাবে ক্ষমতা ছাড়বেন, নাকি দেশ ছেড়ে পালাবেন। এখনো সময় আছে জনগণের চোখের ভাষা বুঝুন। দেশের গণতন্ত্র ফিরে দিন, নাহলে আপনাদের করুন দশা হবে।'


জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হেসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ শামসুল আলম প্রামানিক,ডাঃ ছালেক চৌধুরী, নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুনুর রহমান রিপন, আমিনুল হক বেলাল, শহীদুল ইসলাম টুকু, শেখ রেজাউল ইসলাম রেজুও শফিউল আজম ওরফে ভিপিরানা, বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা বাবুল, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, জেলা বিএনপি নেতা মাষ্টার হাফিজুর রহমান, এ্যাডঃ রফিকুল আলম,খাজা নাজিবুল্লাহ, মোস্তাফিজুর রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শুরু হওয়ার কথা বিকেল ৩টার সময় থাকলেও দুপুর থেকে জেলা ১১টি উপজেলা থেকে মিছিলসহ কারে আসতে থাকে ফলে সমাবেশ স্থল নির্ধারিত সময়ের পূর্বেই কানায় কানায় পূর্ন হয়ে যায়।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ