Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনতার আদালতে সরকারের সকল অপকর্মের বিচার হবে ফেনীতে বরকত উল্লাহ বুলু

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ৭:৪১ পিএম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, খুব শীঘ্রই জনতার আদালতে আওয়ামীলীগ সরকারের বিচার হবে। শেখ হাসিনার পতন হলে, কোন আওয়ামীলীগের খোঁজ পাওয়া যাবেনা। যেমনি পাওয়া যায়নি ১৫ আগষ্টে শেষ মুজিবের পতনের পর। দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের উপর আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ফেনীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা এসব কথা বলেন।

নেতা-কর্মী ও জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ সরকারকে উৎখাত করতে হবে। আজকে দেশের
১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা ঋণ। উন্নয়নের নাম করে জনগনের টাকা লুট করছে আওয়ামীলীগ সরকার। আওয়ামীলীগ আসলে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার নয়। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করেন। আওয়ামীলীগ অবৈধ সংসদের জন্ম দিয়েছে।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, আগামীতে শেখ হাসিনার অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। দেশে নির্বাচনী ব্যবস্থা উঠেই গেছে। এক দলের পক্ষে সেটি পূণর্গঠন সম্ভব নয়। তাই দেশের সকল ছোট বড় দল নিয়ে জাতীয় সরকার গঠন করে শেখ হাসিনা সরকারের সকল অপকর্মের বিচার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ