Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিয়ালের কামড়ে আহত ৯

আতঙ্কে ধামরাইবাসী

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:৩৪ এএম

ঢাকার ধামরাইয়ে পাগলা শিয়ালের কামড়ে এক শিশুসহ ৯ জন মারাত্মক আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুত্বর। বর্তমানে ওই এলাকায় শিয়ালের আতঙ্কে কেউ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। এমনকি স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরাও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে। পুরো এলাকায় এখন শিয়াল আতংক অবস্থা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও এলাকায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার উপজেলা বন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা হলো- উপজেলার বাড়িগাও গ্রামের দুলী বেগম (৬০), রংমালা (৪২), শাহাজুদ্দিন (৪৫) কাজলী বেগম (৬০), মনির মোল্লা (২৭), হৃদয় (৪), সোহেল (২৫), রেদুওয়ান (২২) সুমন হোসেন (২৫)।

আহতদের মধ্যে রংমালা ও কাজলী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি আহত সবাইকে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

জানা যায়, গত বুধবার সন্ধ্যায় হঠাৎ করে একটি পাগলা শিয়াল বের হয়ে ৫ বছরের শিশু হৃদয়কে কামড়িয়ে চলে যায়। তখন থেকেই এলাকায় শিয়ালের কামড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরের দিন বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে দুলী বেগম হাঁসের খাবার দিতে গেলে তাকে কামড়িয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এরপর একই গ্রামে একের পর এক করে ৯ জনকে কামড়িয়ে আহত করে। ওই সময়েই এলাকাবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

শিয়ালের আক্রমণের খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা মোতালিব আল মোমিন ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে ওই এলাকায়।

এ বিষয়ে তিনি বলেন, একটি শিয়ালই শিশুসহ নয়জনকে কামড়েছে। শিয়ালটি ছিল পাগলাটে। স্থানীয়রা ওই শিয়ালকে মেরে ফেলেছে। তবে আর কোন শিয়ালের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা নেই। তারপরও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ইউপি চেয়ারম্যান হাজী লুৎফর রহমান বলেন, শিয়ালের কামড়ের বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ