ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
১৫ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের( ইবি) বিভাগসমূহের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বুদ্ধ পূর্ণিমার (বৈশাখী পূর্ণিমা) ছুটি পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৬ মে ছুটি থাকলেও পরিবর্তন করে ১৫ মে করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষ্যে আগামী ১৬ মে এর পরিবর্তে ১৫ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। এসময় জরুরি সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, চিকিৎসা, আইসিটি সেল ও এস্টেট) চালু থাকবে। আগামী ১৬ মে থেকে ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান (ভারপ্রাপ্ত) বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমি ক্যালেন্ডারের পূর্ব ঘোষিত ১৬ তারিখের ছুটিটা ১৫ তারিখ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।