Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রাঙ্গাবালী (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ মে, ২০২২, ১২:০০ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে বশার বয়াতি নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের বিল থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর নানা বাদী হয়ে, বশারের নামে রাঙ্গাবালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বশার সামুদাফাৎ গ্রামের মৃত কাশেম বয়াতির ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী জন্মের ছয় মাস বয়সে তার বাবা মারা যায় এবং মা অনত্র বিবাহ করে। সে সময় থেকেই ওই কিশোরী চর হাবাতিয়া গ্রামের তার নানার বাড়িতে বসবাস করে আসছে। বশার ওই এলাকায় তরমুজ চাষের সুবাদে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয়। পরে গত ২৪ এপ্রিল দিবাগত রাত তিনটায় ওই কিশোরীকে তার নানার ঘরে একা পেয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে ওই কিশোরীকে তার দুই মামাতো বোনসহ মেরে ফেলার হুমকি দেয় বশার।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই কিশোরীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ