বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নাম ভেঙ্গে মোটাঅঙ্কের টাকা জরিমানার ভয় দেখিয়ে একটি ফোন নাম্বারে টাকা পাঠাতে ব্যবসায়ীদের কাছে ফোন করেছে একটি প্রতারকচক্রের দল। গত মঙ্গলবার ব্যবসায়ীদের কাছে এ ধরনের ফোন আসলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাদের অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি জরুরী সতর্ক বার্তা পোস্ট দেন।
জানা যায়, উপজেলার পৌর বাজারে গত মঙ্গলবার একটি প্রতারক চক্র বিভিন্ন মিষ্টির দোকানে গিয়ে তাদের ফোন নাম্বার সংগ্রহ করে । তার কিছুক্ষণ পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কথা বলে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করে। ওই সময় প্রতারক চক্র হুমকি দিয়ে ব্যবসায়ীদের বলে টাকা না পাঠালে প্রত্যেককে মোটাঅঙ্কের জরিমানা করা হবে। পৃথক ভাবে উপজেলা কমিশনার ভূমির পক্ষ থেকেই আরেকটি পোস্ট দেয়া হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা কমিশনার (ভূমি) এর পক্ষে নাজির মোহাম্মদ আতাউল করিম একটি সাধারণ ডায়েরি করেন। ব্যবসায়ী বলেন, পৌর লাইসেন্স পরিদর্শক মো. এরশাদ ভূঁইয়া তার কাছ থেকে তালিকার কথা বলে দোকানের নাম ও ফোন নাম্বার নিয়ে যায়। এর কিছুক্ষণপর ফোন আসে এবং আমাকে দোকান থেকে একটু সরে গিয়ে কথা বলতে বলে। এবং আমার দোকানটি তাদের তালিকায় আছে কিছুক্ষণপর পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটাঅঙ্কের টাকা জরিমানা করা হবে। আর এর থেকে বাঁচতে চাইলে পনের হাজার টাকা বিকাশ করতে বলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা থানা পুলিশ নেবে।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন জানান, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।