Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বাংলায় আসছে ইরানি সিনেমা ‘জিরো ফ্লোর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ৪:৩৪ পিএম

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো ইরানি সিনেমা ‘জিরো ফ্লোর’ আসছে বাংলায়। অ্যাকশন, ড্রামা, ইমোশন সব আছে এই এক সিনেমায়। ইব্রাহিম ইব্রাহিমিয়া পরিচালিত ৭৯ মিনিটের এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বিশ্বব্যাপী মুক্তি পাবে সম্পূর্ণ বাংলায়।

সিনেমাটির গল্পে দেখা যাবে, ওয়াহিদ তেহরানে রওনা দেন তার চার বছরের ছোট ছেলের সার্জারি বন্ধ করতে। কিন্তু ওয়াহিদের পৌঁছানোর আগেই তার সন্তানের মৃত্যু হয়। আর এই মৃত্যুর জন্য ওয়াহিদ দায়ী করেন তারই সাবেক স্ত্রী ফাহিমাকে। সন্তানের এই মৃত্যুই ওয়াহিদ ও ফাহিমার সম্পর্ককে একটি নতুন মোড় দেয়। ইরানি সিনেমা জিরো ফ্লোর-এর গল্পটা এমনই।

ইব্রাহিম ইব্রাহিমিয়া পরিচালিত এই সিনেমাটি ইরানি ভাষায় মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এবার বাংলা ভাষায় চরকিতে আগামী ১২ মে বৃহস্পতিবার রাত ৮টায় দেখা যাবে সিনেমাটি। সিনেমায় দেখা যাবে হামিদ রেজা আজারাং, জাভেদ ইজাতি, বেহদোখত ভালিয়েনসহ আরো অনেককে।

উল্লেখ্য, প্রত্যেক সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি দেয়ার প্রতিশ্রুতি থেকেই চরকি অরিজিনালের পাশাপাশি মালায়লাম, কোরিয়ান, ইরানি, টার্কিশসহ বিভিন্ন ভাষার কনটেন্টও বাংলায় ডাব করে মুক্তি দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ