Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের শিলং এ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের নির্বাসিত জীবনের ৭ম বছর আজ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ৩:১৯ পিএম

গত ৭ বছর ধরে ভারতের শিলং এ নির্বাসিত জীবন যাপন করছেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদসয়দের হাতে গুম হয়ে ৬২ দিন নিখোঁজ থাকার পর আজ ভারতের শিলং এ উদ্ধার হওয়ার দিন। দেখতে দেখতে আজ ৭ বছর পার হয়েছে। ১১ মে-২০১৫ সালের এই দিনে কক্সবাজারবাসীর প্রিয়জন সালাহউদ্দিন আহমদ শিলং এ উদ্ধার পেয়েছিলেন।

২০১৫ সালের ১০ মার্চ আওয়ামী লীগ সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মুখপাত্রের দায়িত্ব পালনকালীন দলের নির্বাহী কমিটির তৎকালীন যুগ্ম মহাসচিব, বর্তমান জাতীয় স্থায়ী কটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুম করেছিল।

পরবর্তীতে ৬২ দিন পর ১১ মে-২০১৫ ইং ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে গলফ মাঠের পাশে ভোর বেলায় তাঁকে পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত অনুপ্রবেশের মামলায় শিলং ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হলেও পরবর্তীতে উচ্চ আদালতে আপিল হয়। তিনি বর্তমানে শিলং শহরে অবস্থান করছেন। সালাহউদ্দিন আহমদ মাতৃভূমির বাইরে বন্দী না হলেও নির্বাসিত দুঃসহ জীবন যাপন করছেন।
জানা গেছে, তিনি দেশে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন। তবে আইনী জটিলতায় তিনি আটকে আছেন গত সাত বছর ধরে।

এ প্রসঙ্গে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন,
সেই থেকে বিএনপি পরিবারের সদস্যরা দিবসটি শুকরিয়া দিবস দিবস পালন করে আসছেন।
তাঁর শারিরীক সুস্থতায় নেক হায়াত বৃদ্ধি ও মাতৃভূমিতে সুস্থ জীবন নিয়ে ফিরতে পারেন মত আমরা সকলেই মহান আল্লাহর কাছে দোয়া করি।



 

Show all comments
  • এ, কে, এম, জামসেদ ১১ মে, ২০২২, ৩:৪২ পিএম says : 0
    বিএনপি নিজের নেতাদের মূল্যায়ন করেনা। ইচ্ছা করলে তারা তাঁর মুক্তির জন্য ভারতের সাথে দেন দরবার করতে পারতো ? ভারত যদিও বিএনপিকে পছন্দ করেনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ