Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার গুরুত্বপূর্ণ ৮টি ইউনিটে ছাত্রদলের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ১২:০০ এএম

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ ৮টি ইউনিটে (১ টি বিশ্ববিদ্যালয়, ২টি মহানগর ও ৫টি কলেজ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এসব কমিটি অনুমোদন করেন। নতুন কমিটির নেতৃত্বকে আগামি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘাষিত ৮টি ইউনিটের কমিটি হলো- ঢাকা মহানগর উত্তরের সভাপতি মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক রাসেল বাবুসহ ৭ সদস্য বিশিষ্ট। ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ নাসির ও সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজসহ ৭ সদস্য বিশিষ্ট; ঢাকা কলেজ শাখার সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক জুলহাস মৃধাসহ ১৭ সদস্য বিশিষ্ট; তেজগাঁও কলেজ শাখার সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানসহ ১৩ সদস্য বিশিষ্ট; কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি সাইদুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক কাউসার হোসেনসহ ১১ সদস্য বিশিষ্ট, সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন বিপ্লব ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন সোহাগসহ ১৩ সদস্য বিশিষ্ট; সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি আরিফুর রহমান এমদাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ ১১ সদস্য বিশিষ্ট এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদুল কবীর তাপস ও সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীরসহ ৫ সদস্যবিশিষ্ট।

কমিটির অন্যান্যরা হলেন- ঢাকা মহানগর উত্তরে সিনিয়র সহ-সভাপতি মো. রাজিব হোসেন, সহ-সভাপতি মো. সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির, রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ বাবু।
ঢাকা মহানগর পশ্চিমে- সিনিয়র সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম রানা, সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপ, যুগ্ম সম্পাদক মো. মঞ্জুরুল হাসান ইফাত, আতিক মোহাম্মদ হাবীব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. রবিন খান।
ঢাকা কলেজে- সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন রাসেল, সহ-সভাপতি আতিকুর রহমান রাসেল, ইব্রাহিম কার্দি, পিয়াল হাসান, সিরাজউদ্দিন বাবু, মেসকাত হোসেন তয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, শাহাবউদ্দিন ইমন, মাহফুজুর রহমান খান, মাহিবুর রহমান টিপু, মামুনুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইসরাক, প্রচার সম্পাদক ইমরান হোসেন রাজ, দপ্তর সম্পাদক তানভীর আহমদ মাদবর।
তেজগাঁও কলেজে- সিনিয়র সহ-সভাপতি শামীম পালোয়ান, সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল সোহাগ, তরুন মোর্শেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক এইচএম মুনকির হোসেন সাগর, যুগ্ম সম্পাদক মো. সেলিম হোসেন, সাদ্দাম হোসেন অনিক, হাসান মাহমুদ, এসআই জুয়েল শিকদার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ভূঁইয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক নাজমুল হাসান নাঈম।
কবি নজরুল কলেজে- সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম, সহ-সভাপতি রোমান আহমেদ, মুজিবুল হক রিপন, মো. শামীম হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক কেএম সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক নিখিল চন্দ্র শ্রাবণ, কামরুল ইসলাম কানন, শওকত হোসেন সৈকত, সাংগঠনকি সম্পাদক মো. নাজমুল হাসান।
সরকারি বাঙলা কলেজে- সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান, সহ-সভাপতি প্রদিপ কুমার হাওলাদার, তারিকুল ইসলাম তারেক, তানভীর মাহমুদ পাপ্পু, হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিলন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সালাম, সোহাগ মাহমুদ, রিয়াদ জোয়াদার, মো. শরীফুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রেজা।
সরকারি তিতুমীর কলেজে- সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান লিপকন, সহ-সভাপতি আরিফুল ইসলাম মোল্যা, সেলিম রেজা, জসিম উদ্দিন মুন্সি রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিরাজ আলী ওয়াসী, রিয়াজুল ইসলাম রিয়াজ, শাহিন আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হামদে রাব্বি আকরাম।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে- সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তারিক, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ