Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমৃত্যু সাংবাদিক সোহেলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন নাটোরের ডিসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ৯:৪০ পিএম

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির চাপায় নিহত সাংবাদিক সোহেল রানার পরিবারের পাশে আমৃত্যু থাকার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার (১০ মে) বিকেল সাড়ে ৫টায় সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লায় সাংবাদিক সোহেল রানার বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের লোকদের সমবেদনা জানান শামীম আহমেদ।

তিনি সাংবাদিক সোহেল রানার স্ত্রী জনি খাতুনের কর্মস্থানসহ সার্বিক বিষয়ে সহযোগিতা করার এবং আমৃত্যু শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এসময় সাংবাদিক সোহেল রানার ১০ বছরের ছেলে সিয়ামের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন সিংড়া পৌরসভার মেয়র ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জান্নাতুল ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান মিলনসহ গণমাধ্যমকর্মীরা। জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, গতকালের দুর্ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আমরা মর্মাহত। নিহতের পরিবারকে সমবেদনা জানাতে আমরা জেলা প্রশাসন ছুটে এসেছি। আমৃত্যু এ পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন।

প্রসঙ্গত, সাংবাদিক সোহেল রানা (৩৪) গতকাল সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে তার মৃত্যু হয়। সোহেল রানা শেরকোল আগপাড়া বন্দর উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদ পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ