Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গিয়াস উদ্দিন সেলিমের পাপ পূণ্য দেশে-বিদেশে মুক্তি পাচ্ছে ২০ মে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ১২:০১ এএম

আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের তারকাবহুল সিনেমা ‘পাপ পূণ্য’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটির শুটিংকালীন ক্যামেরার পেছনের দৃশ্য নিয়ে প্রায় ২৫ মিনিটের একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। চ্যানেল আই টিভির ইউটিউবে প্রকাশিত সেই ভিডিওতে বেশকিছু মজার দৃশ্য দেখা গেছে। শুটিং সময়ের আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, চুমকি, সিয়াম ও নবাগতা সুমিসহ অন্যান্য কলাকুশলীদের মজার অভিজ্ঞতার কথা বলা এবং সেই দৃশ্যপট দেখানো হয়েছে এই ভিডিওতে। ২০ মে ‘পাপ পূণ্য’ মুক্তি শুধু দেশে নয়, উ. আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্সেও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সিনেমাটির টিজার ও দুটি গান প্রকাশ করা হয়েছে। শিঘ্রই প্রকাশ করা হবে ট্রেইলর। সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি ও চঞ্চল চৌধুরীসহ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ। মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পূণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ সিনেমা। সেলিম বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন সিনেমা দরকার যা ‘পাপ পূণ্য’র মতো। আমার আগের সিনেমাগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে নির্মিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ