Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোমান ইরানীর বিশ্বাস তৃতীয় ‘মুন্নাভাই’ নিয়ে কোনও কথা চলছে না

| প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ১২:০১ এএম

বোমান ইরানী বলিউডের অসংখ্য ফিল্মে কাজ করেছেন যা দর্শকদের অনেক দিন মনে থাকবে। এর মধ্যে দুটি নিশ্চিত করে ‘মুন্নাভাই’ সিরিজের দুটি ফিল্ম। এখন তিনি সুরজ বারজাত্য পরিচালিত ‘উঁচাই ইন দিল্লি’ ফিল্মের কাজে ব্যস্ত আছে। দিল্লির চরম গরমে তার সঙ্গে এখন অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং অনুপম খের। এমন শিল্পীদের সঙ্গে কাজ করছি তাতে প্যাক আপের পর গাড়িতে ঘুমাতেও আমার দ্বিধা নেই। তবে আমরা এর আগে নেপালে শুট করেছি যেখানে তাপমাত্রা ছিল শূন্যের নিচে আর এখন দিল্লিতে চরম গরমে কাজ করছি। অত্যন্ত শ্রমসাধ্য, তবে কাজ শেষে তৃপ্তি আছে; আর সবার প্রশংসা পেলে তো কথা নেই। বোমান ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’, ’থ্রি ইডিয়টস’, ‘বীর জারা’ এবং ‘জলি এলএলবি’ ফিল্মগুলোতে অভিনয় করেছেন। গত কয়েকবছর ধরে তিনি নাতি নাতনিদের সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন, তিনি বলেন, আমার নাতী নাতনিরা বেড়ে উঠছে, আমি তাদের সঙ্গে বেশি সময় কাটাতে চাই তাই শুটিংয়ে সময় কমিয়ে এনেছি। এই বছর আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিল্ম মুক্তি পাবে। ‘মুন্নাভাই ৩’ নিয়ে বোমান ইরানি বলেন, আমি এই ফিল্মটি নিয়ে কোনও কথা হচ্ছে এমন শুনিনি। আমি এখন পরিচালনা নিয়ে ভাবছি। এখন চিত্রনাট্য লিখছি, আশা করছি অচিরেই কাজ শুরু করতে পারব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ