Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রেনে কাটা পড়ে ২ জেলায় চারজন নিহত

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দু’জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনে কেটে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাসহ দু’জন নিহত হন। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আলমগর ও যাত্রাপুর এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম কাইয়ুম (৫৫)। তার বাড়ি সিলেটের জগন্নাথপুরে। তিনি পেশায় একজন ধান কাটার শ্রমিক। তবে অপর নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকালে যাত্রাপুর এলাকায় রেললাইন পারাপার হতে গিয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে কাটা পড়ে ২৫ বছরের এক অজ্ঞাত যুবক নিহত হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আলমনগর এলাকায় একইভাবে ট্রেনে কাটা পড়ে কাইয়ুম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সরিষাবাড়ি (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়িতে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কেটে মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। গত সোমবার বিকেলে সরিষাবাড়ি পৌরসভার সাতপোয়া জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত একজন হলেন সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সমিতির মিটার টেস্টিং সুপারভাইজার মো. আলী হাসান (২৪)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। অপরজন একই অফিসের ইলেক্ট্রিশিয়ান ও সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিলপাড় গ্রামের মুজিবর রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩৫)। পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম নুরুল হুদা জানান, বিকেল ৩টার দিকে আলী হাসান ও সুলতান মাহমুদ পল্লী বিদ্যুৎ অফিস থেকে কাজের জন্য ডোয়াইল যাচ্ছিলেন। এসময় তারা সাতপোয়া জামতলা মোড়ের অরক্ষিত রেলক্রসিং পর্র্যন্ত পৌঁছলে সরিষাবাড়ি থেকে যমুনা সেতু (পূর্ব) স্টেশনগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুল হক জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এব্যাপারে অপমৃত্যু মামলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ