রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটি। রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে গতকাল বিকেল ৫টা থেকে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। সিপিবি নেতা কমরেড আবদুল হালিম বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মোস্তফা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড সুশান্ত কুমার রায়, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস প্রমুখ। কর্মসূচিতে কমিউনিস্ট পার্টি ও বন্ধু সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দফায় দফায় ভোজ্য তেল সয়াবিনের দাম বাড়ানো হচ্ছে। আবার কেনার সময় দোকানদার অতিরিক্ত দাম নিচ্ছে। তেলের দাম বাড়ানোর কারণে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। শিশু খাদ্যের দামও দ্বিগুণ হয়েছে। নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের জীবনে নাভিশ^াস উঠে যাচ্ছে। কিন্তু সরকার এসব বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে না। কোনো মন্ত্রীই দাম কমানোর বিষয়ে কথা বলছেন না। কারণ এই সরকার ভোটবিহীন সরকার। জনগনের কাছে তাদের কোনো জবাবদিহী করতে হয়না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।