Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটকেলঘাটায় সাবেক স্বামীর আগুনে দগ্ধ হয়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ১২:০১ এএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় সাবেক স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন তামান্না খাতুন মারা গেছেন।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে টানা পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত তামান্না খাতুন জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, দগ্ধ মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়েছি। এরই মধ্যে তার সাবেক স্বামী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনিও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তামান্নার বর্তমান স্বামী ফরহাদ হোসেনও দগ্ধ অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি জানান, গত ৫ মে সন্ধ্যায় বাড়ির পাশে কপোতাক্ষ নদীর পাড়ে বর্তমান স্বামীকে নিয়ে বসে ছিলেন তামান্না। এসময় তার সাবেক স্বামী সাদ্দাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে একসঙ্গে মরবেন বলে তামান্নাকে জড়িয়ে ধরেন। তখন সাদ্দাম, তামান্না ও ফরহাদ- তিনজনই কম বেশি দগ্ধ হন।
এ ঘটনায় তামান্নার বাবা আব্দুল হক পাটকেলঘাটা থানায় সাদ্দাম হোসেনসহ ৬ জনের নাম উল্লেখসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর মধ্যে সাদ্দাম হোসেন কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মালয়েশিয়া থেকে সম্প্রতি দেশে এসেছেন।
তামান্নার পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার তার লাশ সাতক্ষীরার পাটকেলঘাটায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ