Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের মামলায় চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকর্মী জেলহাজতে

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১:৪৪ পিএম

চাঁদপুর শহরের বেগম জামে মসজিদ এলাকায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার(১০ মে) দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন।
জেল হাজতে যাওয়া নেতাকর্মীরা হলেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল, যুগ্ম-আহবায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, মেরাজ চোকদার, সোলেমান ঢালী, মাসুদ মাঝি, শামসুল আলম সূর্য, খোকন মিঝি ও ইয়াসিন।
পুলিশের দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিল। মঙ্গলবার চাঁদপুর জেলা দায়রা জজ আদালতে হাজির হলে তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ