বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট নগরীর কুমারগাঁওয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মুন্নাকে ( ৪৫) নামের একজনকে আটক করেছে এসএমপির জালালাবাদ থানা পুলিশ। মুন্না কুমারগাঁও এলাকার মৃত আহসান আলীর পুত্র। আজ সোমবার (৯ মে) সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে এলাকার কিছু মানুষ এ ঘটনায় ভিকটিমের পরিবারের সঙ্গে বিষয়টির মীমাংসা করে নিতে চাচ্ছেন। তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। ভিকটিম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন। ভিকটিমের বাবা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন আজ বিকেল সাড়ে ৪টার দিকে।
পুলিশ জানায়, কুমারগাঁও এলাকার একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর পরিবার। আজ সকাল ৭টার দিকে কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন মুন্না। পরে বিষয়টি জানাজানি হলে বেলা ২টার দিকে ভিকটিমের বাবা জালালাবাদ থানায় গিয়ে মৌখিকভাবে পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগ পেয়েই বেলা আড়াইটার দিকে মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে, অভিযুক্তকে আটকের পর স্থানীয় কিছু লোক ভিকটিমের বাবাকে ছলে বলে কলা কৌশলে বুঝিয়ে বিষয়টি আপসে মীমাংসার চেষ্টা করেন। আজ রাত সোয়া ১০টা টা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের করা হয়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন আজ রাতে বলেন, যেখানেই অন্যায়, একজন প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীকে কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।