Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে ৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

বাগেরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:০১ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাতাভুক্ত ৬ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এদের মধ্যে যাচাই-বাছাই কমিটির সভাপতি মো. সরোয়ার হোসেনের নামও রয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার এবছরের ১০ মার্চের প্রজ্ঞাপন মূলে এবং জামুকার ৭৮তম সভায় ওই ৬ জনের নামে ইস্যুকৃত বেসামরিক ও সামরিক গেজেট বাতিল করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ৬ জনের নামের উপর বাতিল সিল মেরে দেওয়া হয়েছে।

সরোয়ার হোসেনের গেজেটে বাতিল হওয়ায় এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে তার সভাপতিত্বে ১২০ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাইর ফলাফল। জামুকার নির্দেশে তার সভাপতিত্বে ২০২১ সালের ১২ ও ১৩ ফেব্রুয়ারি মোরেলগঞ্জের বেসামরিক, সেনা ও বিজিবি গেজেটভুক্ত ও ভাতাভুক্ত ১২০ জন মুক্তিযোদ্ধার দালিলিক প্রমাণ ও সাক্ষ্য যাচাই-বাছাই সম্পন্ন হয়। সেই যাচাই-বাছাইয়ে ক (সর্বসম্মতিক্রমে)- তালিকায় ৫৪ জন, খ (দ্বিধাবিভক্ত)- তালিকায় ৩৯ জন, গ (নামঞ্জুর)- তালিকায় ২৭ জনকে দেখানো হয়েছিল।

বহু বছর মুক্তিযোদ্ধা হিসেবে সকল প্রকার সুযোগ-সুবিধা নেওয়ার পরে চলতি বছরের মার্চ মাসে মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হওয়া মোরেলগঞ্জের অপর ৫ জন হচ্ছেন- মঠবাড়ি গ্রামের তৈয়বুর রহমান, বড়ইতলা গ্রামের হাফিজুর রহমান কাসেম, জামুয়া গ্রামের আসাদুজ্জামান, ছোট বাদুরা গ্রামের সার্জেন্ট শেখ মজিবুর রহমান ও দক্ষিণ সুতালড়ী গ্রামের হাবিলদার রুস্তুম আলী।

গেজেটে বাতিল হওয়ার বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগ নেতা ও হোগলাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনগতভাবে লড়াই করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ