Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় শ্রমিক সঙ্কটে ধান কাটা নিয়ে বিপাকে কৃষক

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:০২ এএম

ঘুর্ণিঝড় অশনি আতংকে শ্রমিক সঙ্কটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কৃষকরা। তারা শ্রমিক সঙ্কটের কারণে সময়মত ধান কাটতে পারছেনা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাআভাষ মতে আসন্ন ঘুর্ণিঝড় অশনি আতংকের খবরে মাঠের ধান নিয়ে চিন্তায় পরেছেন চাষিরা। কৃষক মোস্তফা পাইক, মদন বৈদ্য, রফিক বিশ্বাস বলেন- ঘুর্ণিঝড় অশনির কবল থেকে রক্ষা পেতে জমির ধান কেটে ঘরে তোলার জন্য নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন, কিন্তু এখনো তো জমিতে অনেক কাঁচা ধান রয়েছে, অপরদিকে শ্রমিক সঙ্কট তাই আমরা সরকারের সহযোগিতা ও সঠিক পরামর্শ চাই। কারণ একদিকে কাঁচা ধান অপর দিকে চাহিদামত শ্রমিক পাওয়া যাচ্ছে না। উপজেলা কৃষি অফিসার নিটুল রায় জানিয়েছেন এবার এ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৫ হাজার ৪শ’ ৮০ হেক্টর জমিতে ইরি ধান আবাদ হয়েছে এর মধ্যে ৮০ ভাগ জমির ধান পেকেছে বাকি ২০ ভাগ জমির ধান পাকতে সপ্তাহখানেক সময় লাগবে, আসন্ন ঘুর্ণিঝড় অশনির আগাম সর্তকর্বার্তা দেয়া হয়েছে। চাষিদের এবং উপজেলার কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের পাশে রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে এরিপোর্ট লেখা পর্যন্ত এ উপজেলায় অশনির প্রভাব পরতে শুরু করেছে, দিনভর বৃস্টিপাত হচ্ছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ