পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইন অমান্য করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য সুপার শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার কমিশনের ৫৮৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসি জানিয়েছে, সুপার শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ সমন্বিত গ্রাহক হিসেবে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ লঙ্ঘন করেছে। এছাড়া ২০১৩-১৪ অর্থবছরের অডিট রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে সিএসইতে দাখিল না করেও আইন অমান্য করেছে। এছাড়া একজন বিনিয়োগকারীকে নেট ক্যাপিটাল ব্যালেন্সে ২৫ শতাংশের বেশি মার্জিন ঋণ প্রদান করা এবং ২০১৩ সালে স্টক ডিলার হিসেবে লেনদেন না করার কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল কুপন বেয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ডের অনুমোদন দেয়া হয়েছে। বন্ডের মেয়াদ হবে সাত বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, আনসিকিউর্ড, আনলিস্টেড, কুপন বেয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড। এটি সাত বছরে সম্পূর্ণ অবমুক্ত হবে। শুধু আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারীরাই প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি কিনতে পারবেন। যমুনা ব্যাংক এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টায়ার টু রেগুলেটরি ক্যাপিটালের শর্ত পূরণ করবে। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা। এই বন্ডের ম্যানডেট লিডার অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে আরএসএ ক্যাপিটাল লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।