বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইলে ছেলেদের সঙ্গে টিকটক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়া নিয়ে মায়ের সাথে কথাকাটাকাটি ও পরে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছে সুমি আক্তার (১৯)। নিহত সুমি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মুলখানা গ্রামের নিজাম মল্লিকের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ছেলেদের সঙ্গে টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেয়া নিয়ে মা আমেনা বেগমের সাথে কথাকাটাকাটি করে সুমি। পরে মা আমেনা ঘুমিয়ে পড়লে বাড়ী থাকা কীটনাশক নিয়ে পাশের ঘরে গিয়ে পান করে।
স্থানীয়রা ঘটনা জানতে পেরে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল হাসপাতালে পাঠানোর পথে সুমির মৃত্যু হয়।
নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছেন তার মা। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।