Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে কাজের মেয়ে সেজে ১৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়নগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজের মেয়ে সেজে বাড়িতে ঢুকে ১৩ দিনের মাথায় স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রীকে চেনতানাশক ঔষধ খাইয়ে তানিয়া আক্তার নামে এক তরুণী ১২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে লাপাত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায়। গত রোবববার সকালে স্বর্ণ ব্যবসায়ী শামীম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
স্বর্ণ ব্যবসায়ী শামীম মিয়া জানান, তার যাত্রামুড়া এলাকায় বধুয়া জুয়ালার্স নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। তানিয়া সেই দোকানে নিয়মিত আসেন। তিনি মেয়েটি চাকরি না থাকায় অসহায়ত্বর কথা ভেবে তার বাড়িতে স্ত্রীকে সহযোগিতা করতে রেখে দেয়। মেয়েটি ভালো কাজকর্ম করে পরিবারের বিশ্বাসী হয়ে ওঠে। এদিকে শামীম যখন ঈদের গত ২ মে সোমবার রাতে দোকানের কাস্টমারদের বিভিন্ন ধরনের ১০ ভরি স্বর্ণালংকার নিরাপত্তার বিষয় চিন্তাভাবনা করে বাড়িতে নিয়ে আসেন। গত ৪ মে তানিয়া রাত সাড়ে ১১ টার দিকে শামীম বাহিরে থাকা অস্থায় তার স্ত্রী বিলকিস আক্তারকে দইয়ের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ফেলে এবং ড্রয়ারে রাখা ১০ ভরি ও স্ত্রীর ৭ ভরি মোট ১৭ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। কোথাও খুঁজে না পাওয়ায় স্বর্ণ ব্যবসায়ী শামীম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির মেল্লা বলেন, এ ঘটনায় চুরির মামলা হয়েছে। কাজের মেয়েকে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ