বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিরগিজস্থানে শ্রম পাচারের শিকার হয়েছে ১৩ বাংলাদেশী। ভিকটিম ও স্বজনদের আহ্বানে সাড়া দিয়ে তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর। তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চেয়ে গতকাল প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়েছে।
শ্রম পাচারের শিকার ১৩জন হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার আসাদ্জ্জুামান, মুরাদনগর উপজেলার ওলিউল্লাহ, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, আবু মুসা, জাহাঙ্গীর আলম দেবিদ্বার উপজেলার লিমন, চান্দিনা উপজেলার শরিফুল ইসলাম, নরসিংদীর শামসুল ইসলাম, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সজল মিয়া, নারায়নগঞ্জের বন্দর উপজেলার আমির হামজা, চুয়াডাঙ্গার বিপুল হোসেন ও নুরুজ্জামান। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, শ্রম পাচারের শিকার মানুষগুলো উদ্ধারে আমাদের সহযোগিতা চেয়েছে। ভিকটিম পরিবারগুলোর পক্ষ থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা তৎপরতা শুরু করেছি। এজন্য সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা দরকার। ইতোমধ্যে দালালের বিরুদ্ধে একাধিক জেলায় মামলা হয়েছে।
তিনি বলেন, সাত মাস পূর্বে মাহমুদুল হাসান মীর নামক একজন দালাল চুয়াডাঙ্গা, নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ ও কুমিল্লার ১৪ জনকে কিরগিজস্থানে গার্মেন্টসে কাজ দেয়ার প্রস্তাব দেন। এজন্য প্রত্যেকের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা করে নেন। প্রতিশ্রুতি দেয়া হয় কিরগিজস্থানে যাওয়ার পর বেতন হবে ৬শ’ ইউএস ডলার এবং কাজের সময় হবে ৮ ঘণ্টা। কিন্তু ওই ১৪ জনকে কিরগিজস্থানে পাঠানোর পর তারা সঠিক কাজ ও মজুরি পাননি। তাদের একটি ছোট কাপড়ের কারখানায় কাজ দেয়া হয়। যেখানে তাদের কোনো বেতন দেয়া হচ্ছে না। তাদের বলা হয়েছে মাহমুদুল হাসান মীর তাদের কারখানার মালিকের কাছে বিক্রি করে দিয়েছে। এজন্য বেতন চাইলে বা বেতন না পেয়ে কাজ করতে রাজি না হলে তাদের উপর চালানো হচ্ছে শারীরিক ও মানসিক নির্যাতন। ইতোমধ্যে ৫ জন ওই বন্দিদশা থেকে পালিয়ে কিরগিজস্থানে ওয়াসিস নামে একটি আন্তর্জাতিক সংগঠনে আশ্রয় নিয়েছেন। বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ইতোমধ্যে একজন ভিকটিম কিছুদিন আগে বাংলাদেশে ফেরত এসেছে। এছাড়া সাতজন ভিকটিম পাচারকারী চক্রের হাতে এখনো বন্দি আছে। এ অবস্থায় বন্দি ও ওয়াসিসের আশ্রয়ে থাকা ১৩ বাংলাদেশী যুবককে দ্রুত উদ্ধার করে দেশে ফেরত আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে রাইটস যশোরের আইনজীবী তাহমিদ আকাশসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।