Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে বসতঘরে মজুদ ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ৯:৩৮ পিএম

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া নামক গ্রামে অভিযান চালিয়ে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সয়াবিন তেল মজুদ করায় ৪০ হাজার টাকা জরিমানা করে।

জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে ৮ মে রবিবার বিকেলে ব্যবসায়ীর আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালালে অবৈধভাবে মজুদ ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল ধরা পড়ে।

এ বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে মজুদকৃত ২৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়ায় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুদকৃত তেল চব্বিশ ঘন্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ