Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ১২:০৪ এএম

রাস্তা সংস্কার দাবি

বাগেরহাট জেলা সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর সদরের বারইখালী স্ট্রিল ব্রিজ থেকে চৌধুরী কাছারী পর্যন্ত ২ কি.মি. রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বারইখালী ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে উপজেলা চত্বরে গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মোটরসাইকেল ড্রাইভার আবুল হোসেন। মানববন্ধনে ইজিবাইক চালক, মোটরড্রাইভার, অটোরিকশাসহ অর্ধশতাধিক ড্রাইভার অংশ গ্রহন করে।মানববন্ধনে তার বলেন, এ রাস্তাটি দীর্ঘ অর্ধযুগ ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। রাস্তার পিচ অনেক আগেই উঠে খোয়া দৃশ্যমান। মোটর ড্রাইভারসহ পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করে। প্রায়ই এ রাস্তায় ঘটে ছোট-বড় দূর্ঘটনা। অনতিবিলম্বে এ রাস্তাটি সংস্কারের দাবি জানান বক্তারা।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, দ্রুত বারইখালী স্ট্রিল ব্রিজ থেকে চৌধুরী কাছারী পর্যন্ত এ নির্মাণের কাজের টেন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে।


দোকান ও ঘরে আগুন
কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা
রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র চৌধুরীছড়া নীচের বাজারে অগ্নিকান্ডে একটি দোকান ও দুইটি বসতঘর পুড়ে গেছে। গতকাল ভোর রাত সাড়ে ৩ টার পর বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চৌধুরীছড়া নিচ বাজার মসজিদের ইমাম ও ব্যবসায়ী হাফেজ শাহাবুদ্দীনের দোকানের মালামাল, ফ্রিজ, আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় দোকানের পাশে মো. শাহজাহান ও আবুল কালাম মুন্সির দু’টি ঘর ও মাছ ধরার ৫০ হাজার মিটার জাল আগুনে পুড়ে যায়। কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ভোর রাত ৪টায় আমরা খবর পয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লাগছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান।


ব্যবসায়ীর মৃত্যু
সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসায়ী আব্দুল আওয়াল (৩৫)-এর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের নজরুল ইসলামের পুত্র। গতকাল রোববার সকালে সাতক্ষীরা শহরের অদূরে ঋশিল্পী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যবসায়ী আব্দুল আওয়াল সকাল সাড়ে আটটার দিকে ঘেরে পানি উত্তোলনের জন্য ঋশিল্পী এলাকায় আব্বাস মিয়ার বাগান বাড়ি সংলগ্ন বাসারের ঘেরের মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল আওয়ালের ঘের পার্টনার নুরুজ্জামান নুরু বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আওয়ালের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সুন্দরী কাঠ উদ্ধার
বাগেরহাট জেলা সংবাদদাতা
মোরেলগঞ্জে এক ঘের ব্যবসায়ীর বাড়ির পুকুর থেকে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ ৭ পিস সুন্দরী কাঠ উদ্ধার করেছে বনবিভাগ। গত শনিবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার গুয়াতলা গ্রামের রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকিরের বাড়ির পুকুর থেকে গুলিয়াখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা কাঠগুলো উদ্ধার করে। বনবিভাগের সদস্যরা ওই বাড়িতে যাওয়ার পরেই সোহাগ ফকির গরু খোঁজার কথা বলে গা ঢাকা দেন।
তার স্ত্রী পলি বেগম বলেন, জমিজমা সংক্রান্ত শত্রুতার কারনে তাদের পুকুরে সুন্দরী কাঠ রেখে বনরক্ষীদেরকে খবর দেয়া হয়েছে। গুলিয়াখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন বলেন, গোগন সংবাদের ভিত্তিতে সোহাগ ফকিরের বাড়ির পুকুরে তল্লাশী চালানো হয়। এ সময় পুকুরে ৭পিস সুন্দরী কাঠ পাওয়া যায়।
কাঠগুলো জব্দ করা হয়েছে। কাঠগুলো কাটার কারনে পরিবেশগত অনেক ক্ষতি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ