Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা দিবসের শুভেচ্ছা জানিয়ে যা বললেন তারকারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ৫:০৯ পিএম

আজ বিশ্ব মা দিবস। মাকে ভালোবাসার জন্য বিশেষ দিনক্ষণের প্রয়োজন না থাকলেও সম্মান জানানোর জন্য বছরের এই দিন উদযাপন করা হয়। এই দিনে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন সবাই। কেউ কেউ স্মৃতিকাতর হচ্ছেন, কেউ মায়ের সঙ্গে ছবি দিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে ভালোবাসার কথা ব্যক্ত করছেন তারকা সন্তানেরা। পাশাপাশি মায়ের সঙ্গে তোলা ছবি অনেকে প্রকাশ করছেন।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ছবি পোস্ট করে জয়া আহসান লিখেন, ‘শুভ মা দিবস।’ চিত্রনায়িকা শবনম বুবলী মায়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন—‘আম্মু আমার অক্সিজেন ও পৃথিবী। মা দিবসে পৃথিবীর সব মায়েদের শুভেচ্ছা।’

দুই বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা মা দিবস নিয়ে নিজের মতামত জানিয়ে বলেন, ‘মাতৃত্ব যেমন আনন্দের, গর্বের, আবার সময় বিশেষে সেটি বিড়ম্বনারও। মাতৃত্ব দায়িত্ব নিতে শেখায়। মাতৃত্ব যন্ত্রণাও দেয়।’ তিনি আরও বলনে, ‘কেউ হয়তো কিছুই বলবেন না। তার সন্তানও হয়তো চুপ থাকবে। তবু অজানা অপরাধ তাকে (মা) দিয়ে হাজার অসুস্থতার মধ্যেও কাজ করিয়ে নেয়।’

ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই তিনি মা দিবসের শুভেচ্ছা দিয়েছেন। মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে শাকিব লিখেছেন, ‘আম্মা, আজ পর্যন্ত তুমি আমার জন্য যা করেছো, সবকিছুর জন্য ধন্যবাদ। তোমাকে খুব ভালোবাসি। আমার এবং পৃথিবীর সব মায়ের জন্য মা দিবসের শুভেচ্ছা।’

এ সময়ের ব্যস্ত চিত্রনায়িকা পূজা চেরি। মায়ের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেন, ‘তুমি আমার বিস্ময়কর, অসাধারণ মা। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

চিত্রনায়িকা শবনম বুবলী তার মায়ের সঙ্গে চারটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আম্মু, আমার অক্সিজেন ও আমার দুনিয়া। পৃথিবীর সব মাকে মা দিবসের শুভেচ্ছা।’

আরেক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের ক্যারিয়ারে তার মায়ের ভূমিকা অসামান্য। এখনো প্রায় সব কাজে তার মা সর্বদা পাশে থাকেন। তাই মায়ের প্রতি তিনি একটু বেশিই দুর্বল। মায়ের সঙ্গে অনেকগুলো ছবি দিয়ে নায়িকা লিখেছেন, ‘সব মাকে মা দিবসের চমৎকার উদযাপনের শুভেচ্ছা।’

কয়েক মাস আগে মাকে হারিয়েছেন নাট্যকার ও অভিনেতা ফারুক আহমেদ। মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফারুক আহমেদ লিখেন, ‘মা দিবস আজ। এ বছরের ২৮ জানুয়ারি আমার মা চলে গেল। নিজের মা এবং পৃথিবীর সকল মায়ের প্রতি ভালোবাসা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ