Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যানের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ৫:০৭ পিএম

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষস্থানীয় নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার ওপর হামলাকারীদের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (৬ মে) নিজ এলাকা বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করেন এহসানুল হুদা। স্থানীয় এমপি'র প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ যুবলীগসহ একদল আওয়ামী সন্ত্রাসী হামলা চালিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি পন্ড করে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ