বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ভালুকায় যৌতুকের দাবিতে পাষন্ড স্বামীর বিরুদ্ধে পারুল আক্তার নামে এক গৃহবধূকে বিদ্যুতের তার দিয়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় বসতঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে। খোঁজ পেয়ে প্রতিবেশিরা টিনের বেড়া কেটে আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার উপজেলার মরচী গ্রামে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় তথ্যে জানা যায়, উপজেলার মরচি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়ার সাথে ৮ বছর আগে পাশের ফুলবাড়িয়া উপজেলার হুরমুত আলীর মেয়ে পারুল আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে সুমি আক্তার ও ইয়াছিন নামে দুই সন্তান রয়েছে।
বেকারত্বের কারণে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে পারুল আক্তারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলে। এর জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারুল আক্তারের কাছে তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসতে চাপ প্রয়োগ করে। টাকা এনে দিতে অপরাগতা প্রকাশ করায় ঘরের দরজা আটকে বিদ্যুতের তার দিয়ে পিটিয়ে রক্তাক্ত ভাবে জখম করে ঘরে তালা দিয়ে চলে যায়।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন ইনকিলাবকে জানান, গৃহবধূ নির্যাতন ঘটনায় মামলা নেয়া হয়েছে এবং ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে আসামি গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।